চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) রাতে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি নির্দেশনা সত্ত্বেও কমিশনার জাকির হোসেন গত ২১ ও ২৮ জুন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে, ২৮ জুন পূর্বঘোষিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হলেও তিনি দায়িত্ব পালন না করে কাস্টম হাউস কার্যত অচল করে দেন।
এতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটে এবং সরকারের রাজস্ব আদায় ব্যাহত হয় বলে এনবিআর জানিয়েছে। এ ঘটনাকে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য করা হয়েছে।
এনবিআর কমিশনার জাকির হোসেনকে আগামী সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের আন্দোলনের কারণে দেশের বিভিন্ন কাস্টমস হাউসে কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এনবিআর কাস্টমস ও ভ্যাট সেবা ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করে সকল কর্মকর্তাকে কাজে যোগ দিতে নির্দেশ দেয়। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয় কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলনকারীরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করলে ১ জুলাই থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে পুনরায় কার্যক্রম শুরু হয়।
এফপি/রাজ