Dhaka, Thursday | 3 July 2025
         
English Edition
   
Epaper | Thursday | 3 July 2025 | English
সক্ষমতার সীমা ছাড়িয়ে তেল পরিশোধনে ইস্টার্ন রিফাইনারির নতুন রেকর্ড
শাকিব খানের আগে ‘মেগাস্টার’ শব্দটা কানে লাগে: জাহিদ হাসান
সঞ্চয়পত্রে মুনাফার হার কমলো
মৃত্যুদণ্ড বাতিল হোলি আর্টিজান হামলার আসামিদের
শিরোনাম:

নালিতাবাড়ীতে অজগর উদ্ধারের পর বনে অবমুক্ত

প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:১৯ পিএম  (ভিজিটর : ২৬)

শেরপুরের নালিতাবাড়ী গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকা থেকে বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার পোড়াগাঁও গ্রামের একটি বাঁশঝাড়ে প্রথমে সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দা রাকিব মিয়া। তিনি ধরতে গেলে অজগর সাপটি আচমকা তাকে কামড়ে দেয়।

পরে খবর পেয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন নামে একটি পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। সাপটির দৈর্ঘ্য ৮১ ইঞ্চি, ব্যাস ১১ ইঞ্চি, লেজের দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৭ কেজি ২০০ গ্রাম।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশনের সদস্যরা জানায়, পর্যবেক্ষণের পর মঙ্গলবার বিকেলে সাপটিকে গারো পাহাড়ের গভীর বনে অবমুক্ত করা হয়। এ সময় স্থানীয়দের সাপ বিষয়ে সচেতন করতে ছোট পরিসরে এক সচেতনতামূলক আলোচনাও করা হয়।

সাপটি উদ্ধার ও অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, মধুটিলা এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য আরফান আলী প্রমুখ।

বন বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত গারো পাহাড়সংলগ্ন লোকালয় থেকে চারটি অজগর সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝