তিনদিন ধরে পানি নেই কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এতে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আজকের মধ্যেই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, মোটর নষ্ট হয়ে যাওয়ায় তিন দিন ধরে পানি নেই কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এতে হাসপাতালটির ৬তলা ভবনে পানি সরবরাহ বন্ধ রয়েছে। অন্য বিল্ডিংয়ের ট্যাঙ্কিগুলোতে যে পানি ছিল তা দিয়েই দুইদিন চলেছে। মোটর আনতে ঢাকায় ফোন করা হয়েছে। বিষয়টি নয়ে গণপূর্ত বিভাগ কাজ করছে।
জেলার হাওর উপজেলা নিকলীর সিংপুর গ্রাম থেকে রোগীর সঙ্গে হাসপাতালে রয়েছেন আতিকুল ইসলাম। তিনি জানান, বাথরুমে পানি নেই। ময়লা আর দুর্গন্ধে আশপাশেও থাকা যাচ্ছে না। বাথরুমে যেতে হলে নিচতলায় যেতে হচ্ছে। এই অবস্থায় রোগীর চিকিৎসায় সময় দেবো নাকি পানি আনতে দৌড়াবো বুঝতে পারছি না।
সদর উপজেলার নীলগঞ্জের বাসিন্দা জুবেদা খাতুন বলেন, রোববার সকালে হাসপাতালে রোগী নিয়ে এসেছি। অসুস্থ মানুষ সুস্থ করার জন্য হাসপাতালে নিয়ে এসেছি। হাসপাতালে এসে দেখছি সুস্থ মানুষও অসুস্থ হতে সময় লাগবে না।
আবদুল কাদির নামে একজন জানান, দৈনন্দিন জীবনে সবচেয়ে প্রয়োজন পড়ে পানির। কিন্তু এখানে পানি পাচ্ছি না। একটা মানুষ জরুরি প্রয়োজনে বাথরুমে গিয়ে যখন দেখে পানিটাই নাই, তখন কোন ধরনের সমস্যায় পড়েন সেটা তো বুঝতেই পারছেন। এই সমস্যাটা কিছুক্ষণের জন্য হলে হতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু তিন দিন যাবৎ এই হাসপাতালে পানি নেই। অথচ কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের (ভারপ্রাপ্ত) তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম জানান, ছয় তলায় ১০ ঘোড়ার একটি বড় মোটর রয়েছে। ২০২০ সালে লাগানো এই মোটরটি প্রায়ই সমস্যা করে। কিন্তু এবার একেবারে বিকল হয়ে যাওয়ায় পানির সমস্যা সৃষ্টি হয়েছে। আজকের মধ্যেই সমস্যাটি সমাধানের চেষ্টা করা হচ্ছে। ঢাকা থেকে মোটর আনা হচ্ছে।
এফপি/এমআই