মাদক প্রতিরোধে জেগে উঠেছে মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী, কাবিলপুর ও হোগলডাঙ্গা গ্রামের জনগণ।
শুক্রবার (২৭ জুন) বিকেলে সব্দালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে তিন গ্রাম নিয়ে গঠিত মাদক বিরোধী ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী।
শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাবু, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্যা, মাদক বিরোধী ও নির্মূল কমিটির সদস্য রেজাউল ইসলাম, আরিফ মল্লিক, তানভীর আহম্মেদ ঠান্ডু, তেলেম হোসেন মোল্যা প্রমুখ।
এ সময় বক্তারা সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এফপি/এমআই