মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, গয়েশপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন, আমলসার ইউপি প্যানেল চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন, শ্রীপুর সদর ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, দারিয়াপুর ইউপি প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, নাকোল ইউপি প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক খান বাবু।
সভায় উপজেলার বিভিন্ন স্থানের ভাঙচুর-লুটপাট, মাদক নিয়ন্ত্রণ, মোবাইল প্রতারণা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এফপি/এমআই