মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন— মা মোছা. সেতু খাতুন (৩৫) ও মেয়ে ৭ মাসের শিশু কন্যা আনিসা। নিহতরা একই গ্রামের মো. আওয়াল হোসেনের স্ত্রী ও কন্যা।
স্বজনরা জানান, সকালে বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। পরে স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০শয্য বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মো. ওমর ফারুক বলেন, বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দুজনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। মৃতদের শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের কারা হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।
এফপি/এমআই