Dhaka, Wednesday | 6 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 6 August 2025 | English
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী আজ
হিরোশিমা ট্র্যাজেডির ৮০ বছর, কী ঘটেছিল সেদিন
মান্দায় বিএনপি’র বিজয় র‌্যালি ও সমাবেশ
১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বহিঃপ্রকাশ ৫ আগস্ট: ড. মঈন খান
শিরোনাম:

বাগাতিপাড়ায় সংযোগ সড়কে ভাঙন, ঝুঁকিপূর্ণ যাতায়াত

প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:১২ পিএম  (ভিজিটর : ১৭৮)

নাটোরের বাগাতিপাড়া থেকে রাজশাহীর বাঘা উপজেলার সংযোগকারী প্রধান সড়কের একাংশে বড় ধরণের ভাঙন দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহনের যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাঁকা ইউনিয়নের একডালা বাজার সংলগ্ন এলাকায় সড়কের একাংশ ধসে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। সামান্য অসতর্কতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় ভূমিক্ষয় হচ্ছিল। বারবার বলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি টানা বর্ষণে সড়কটির পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, ভাঙনের পাশে কেবল একটি কাঠিতে লাল কাপড় বেঁধে সতর্ক সংকেত দেওয়া হয়েছে, যা খুবই অপ্রতুল। বিশেষ করে রাতের বেলায় তা চোখে পড়ার মতো নয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বেড়েছে।

স্থানীয় ভ্যানচালক আল মামুন জানান, “এই রাস্তা দিয়ে নিয়মিত ভারী যানবাহন চলাচল করে। এখন আমের মৌসুম, ফলে চাপ আরও বেড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এ বিষয়ে ১নং পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, “রাস্তাটির ভাঙনের বিষয়টি আমরা সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি।”

উপজেলা প্রকৌশলী অনুপ কুমার ঘোষ বলেন, “রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন হওয়ায় আমাদের দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।”

এ বিষয়ে নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার বলেন, “প্রথমে বিষয়টি আমার জানা ছিল না। পরে জানতে পেরে সড়কটির গুরুত্ব বিবেচনায় শুক্রবারই একটি পরিদর্শন দল পাঠানো হয়েছিলো। তারা ভাঙনকবলিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছে। বর্তমানে টানা বৃষ্টির কারণে মেরামত কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আবহাওয়া অনুকূলে থাকলে দুই-তিন দিনের মধ্যেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।”

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝