Dhaka, Tuesday | 12 August 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 12 August 2025 | English
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল ১ মাস
ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মারা গেছেন
সুনামগঞ্জে বাসচাপায় শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যুর ঘটনায় চালকের দুই দিনের রিমান্ড
অপ্রয়োজনীয় টেস্ট ও রিপোর্ট দেখানো ফি— অমানবিক প্রথা বন্ধ হোক!
শিরোনাম:

লোহাগাড়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:৩৫ পিএম  (ভিজিটর : ২০৯)

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে পটিয়ার ফকিরপাড়া এলাকায় ডাকাতি করে ১০ থেকে ১২ জনের একটি দল পিকআপ ভ্যানে করে পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন বিভাগের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। একটি সিঙ্গেল কেবিন পিকআপ তল্লাশির সময় গাড়ির যাত্রীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন– চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম কাথারিয়ার আবুল কাশেম ওরফে জামাই কাশেম, চকরিয়ার ফুলতলার ছাদেকুর রহমান, চকরিয়া বাজার পাড়ার কামাল ও কক্সবাজারের পূর্ব বড় ভেওলার কেফায়েত হোসেন।

তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড ১২ বোর গুলি, একটি রামদা, চাকু, টিপছুরি, শাবল, কাঁচি, টর্চলাইট, ১৬ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, মানকি ক্যাপ ও একটি কালো ব্যাগ উদ্ধার করেছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পটিয়া থানা এলাকার ফকিরপাড়ায় ডাকাতি করে মালামালসহ কক্সবাজারের দিকে পালাচ্ছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতি মামলা এবং লোহাগাড়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের মধ্যে জামাই কাশেমের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে। কামালের বিরুদ্ধেও অস্ত্র ও চুরির মামলা আছে। চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝