লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধরলা নদী থেকে ৮ বছর বয়সী ভারতীয় এক শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ধরলা নদীতে ভেসে আসা ভারতীয় শিশুর মরদেহ ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি। এ সময় উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি-বিএসএফ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার গুড়িয়াটারী গ্রামের ধরলা নদীতে শিশুটির লাশটি ভাসছিল। ধারণা করা হচ্ছে, সেটি ধরলা নদীর পানিতে ভারত থেকে ভেসে এসেছে।
নিহত শঙ্খদীপ ঘোষ (৮) নামের প্রথম শ্রেণি পড়ুয়া শিশুটি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সুস্থিরহাট এলাকার বিশ্বদ্বীপ ঘোষ ওরফে বাবুয়ার ছেলে।
এর আগে ভারতের ময়নাগুড়ি এলাকায় থেকে গত সোমবার সকাল থেকে শিশুটি নিঁখোজ ছিল। এ বিষয়ে স্থানীয় থানায় শঙ্খদীপের বাবা জিডিও করেছিলেন।
পাটগ্রাম থানার (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ধরলা নদীতে অজ্ঞত এক শিশুর মরদেহ পাওয়ার পর পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যোগাযোগ করা হলে তারা শিশুরটি মরদেহ শনাক্ত করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার ওসি (তদন্ত) স্বপন কুমার এবং চ্যাংড়াবান্ধার ইমিগ্রেশন পুলিশ ইন্সপেক্টর সুবল ঘোষ। এছাড়াও বি এস এফ এর পক্ষে ক্যাম্প কমান্ডার সুরেশ গুরুজার, বিজিবি বুড়িমারী আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আনজারুল হক।
এফপি/রাজ