Dhaka, Wednesday | 13 August 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 13 August 2025 | English
রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল ১ মাস
ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মারা গেছেন
সুনামগঞ্জে বাসচাপায় শিক্ষার্থীসহ ৪ জনের মৃত্যুর ঘটনায় চালকের দুই দিনের রিমান্ড
শিরোনাম:

কুলাউড়ায় সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি

প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:২৪ পিএম  (ভিজিটর : ৮১)

মৌলভীবাজারের কুলাউড়ায় ১নং বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিতর্কিত ব্যক্তি সাখাওয়াত হোসেন খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান ও যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সেটি নিশ্চিত করা হয়। চিঠির একটি কপি গণমাধ্যমেও পাঠানো হয়। অনুলিপি দেয়া হয় জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ১১ আগস্ট বিএনপি নেতা সাখাওয়াত হোসেন খানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৪ ঘন্টার মধ্যে জবাব প্রদানের জন্য বলা হয়েছিল। কিন্তু ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও সাখাওয়াত হোসেন খান কোন জবাব প্রদান না করায় তাকে ১নং বরমচাল ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ওয়ার্ড কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এছাড়া আগামী ১৯ আগস্টের মধ্যে পুনরায় সুস্পষ্ট জবাব প্রদানের জন্য বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এদিকে গত ১০ আগস্ট বিকেলে কুলাউড়া শহরের একটি রেস্টুরেন্টে বরমচাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজমল আলী শাহ সেন্টুর উপস্থিতিতে বরমচাল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির পাঁচজন নেতাসহ বিএনপির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ এনে বিভিন্ন বক্তব্য দেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। সেই বক্তব্যেটি দৃষ্টিগোচর হয় জেলা ও উপজেলা বিএনপির। জেলা ও উপজেলা নেতৃবৃন্দের নির্দেশ অমান্য করে এবং দলের গঠনতন্ত্র ভঙ্গ করে স্যোসাল মিডিয়ায় ‘মনগড়া বক্তব্য’ দেয়ার কারণে সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে কেন দলীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে না মর্মে ২৪ ঘন্টা মঙ্গলবার সকাল ১১টার মধ্যে জবাব দেয়ার জন্য বলা হয়েছিল।

অনুসন্ধানে জানা গেছে, কুলাউড়া উপজেলার বরমচালে ইউনিয়নে আজমল আলী শাহ সেন্টু নামক এক যুবলীগ সভাপতিকে সাত নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিকে স্থান করে দেবার কথা বলে কয়েক লক্ষ টাকা নিয়ে ইউনিয়ন কমিটিতে স্থান করে দেন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। এ ঘটনায় ফুঁসে উঠে স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। এ নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল, স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় উঠলে জেলা বিএনপির নির্দেশে আজমল আলী শাহ সেন্টু নামক ওই যুবলীগ নেতাকে বহিস্কার করে বরমচাল ইউনিয়ন বিএনপি। যেটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে বিপাকে পড়েন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন। টাকা ফেরত দেয়ার ভয়ে তিনি ওই যুবলীগ নেতাকে নিয়ে বিএনপির নেতাদের বিরুদ্ধে নানা কুৎসা ও অপপ্রচারে লিপ্ত রয়েছেন।

কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান বলেন, দলের গঠনতন্ত্র অমান্য করে স্যোসাল মিডিয়ায় মনগড়া বক্তব্য দিয়ে বরমচাল ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাঁধাগ্রস্ত করার কারণে সাখাওয়াত হোসেনকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি সেই নোটিশের কোন জবাব না দেয়ায় তাকে দলীয় পদ থেকে  অব্যাহতি দেয়া হয়েছে। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝