নাটোরের লালপুরে কনকনে শীতে জবুথবু শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। শীতের তীব্রতা থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
জানা যায়, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ নিজেই গাড়িবহর নিয়ে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন, আজিমনগর রেলওয়ে স্টেশন, ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বাজার এলাকায় ঘুরে ঘুরে হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন।
সরকারি কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষজন। আজেম উদ্দিন নামে এক শীতার্ত ব্যক্তি বলেন, ‘আগে শুনেছি সরকার থেকে কম্বল দেওয়া হয়, কিন্তু কখনো পাইনি। আজ ইউএনও নিজে এসে কম্বল দিয়ে গেলেন—খুব আনন্দ লাগছে।’
এ সময় ইউএনও'র সহধর্মিণী হুমায়রা তাসনিম, সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও জুলহাস হোসেন সৌরভ বলেন, “তীব্র শীতে উপজেলার কোনো অসহায় মানুষ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যেই শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ২০০টি করে কম্বল বিতরণ করা হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”
এফপি/জেএস