কক্সবাজারের টেকনাফে ছোট বোনের জামাইয়ের হাতে যুবক খুন হয়েছেন। ঘাতক আব্দুল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির উলুচামরী এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউপির পূর্ব পানখালীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত নুরুল আলম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ঘাতক আব্দুল্লাহ এর স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করছিলেন। এতে উভয়ের মধ্যে সম্পর্কের দূরত্ব আরও বাড়তে থাকে।
সোমবার রাতে ঘাতক আব্দুল্লাহ শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে গেলে শ্বশুর অভিভাবক ছাড়া মেয়ে দিবেন না বলে সাফ জানিয়ে দেন। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক আব্দুল্লাহ শ্বশুরকে ছুরিকাঘাত করতে উদ্যত হলে স্ত্রীর বড় ভাই নুরুল আলম এগিয়ে আসলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হ্নীলা পূর্ব পানখালিতে ছুরিকাঘাতে নুরুল আলম নামে এক যুবক নিহতের ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/রাজ