Dhaka, Tuesday | 16 December 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 16 December 2025 | English
বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত, ৪ স্তরের নিরাপত্তা
সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
শিরোনাম:

ওসমানীনগরে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ৮৮ হাজার টাকার জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১১:৩৪ এএম  (ভিজিটর : ৮১)

সিলেটের ওসমানীনগরে হাইওয়ে পুলিশ  ও সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২৮টি যানবাহনকে ৮৮ হাজার টাকার জরিমানা  করা হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের একাধিক টিম নিয়ে অভিযানে নেতৃত্ব দেন তামাবিল হাইওয়ের পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী।

মহাসড়কের বিভিন্ন অংশে টহল ও তল্লাশিকালে অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহন শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। চেকপোস্টে টমটম, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক ও পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ইন্স্যুরেন্স ও গাড়ির বৈধতা যাচাই করা হয়। এবং কার্যক্রম শনাক্ত করে ১ টি পিকআপ, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার, ১১ টি মোটরসাইকেল, ২টি সিএমজি ও ১২টি ইজিবাইকসহ মোট ২৮টি যানবাহনের বিরুদ্ধে  মামলা করা হয়।

তামাবিল হাইওয়ের পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী বলেন, জননিরাপত্তা ও সড়কপথের শৃঙ্খলা নিশ্চিত করতে আমরা অভিযান চালিয়ে ২৮ টি যানবাহনকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছি। এ ধরনের তল্লাশী কার্যক্রমে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং নিয়ম মেনে যানবাহন চলাচলের প্রবণতাও বাড়ছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝