বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের অজ্ঞাত আরোহী (২২) এক কিশোর নিহত হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অজ্ঞাত (২৪) এক বন্ধু আহত হয়েছে। তবে নিহত ও আহত দুই ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি হাইওয়ে পুলিশ।
সোমবার (০৯ জুন) দুপুর পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় কুমিল্লামুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত ব্যক্তির বড় ভাইয়ের বরাত দিয়ে প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, ঈদের আনন্দ উপভোগ করতে মোটরসাইকেলে করে সোমবার মুন্সীগঞ্জের পার্শ্ববর্তী জেলা নারাগঞ্জ থেকে দুই বন্ধু কুমিল্লার উদ্দেশ্যে ঘুরতে বের হন।
মোটরসাইকেলটি মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লামুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, মোটরসাইকেলে ধাক্কা দেওয়া একটি বাস জব্দ করা হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তাৎক্ষণিক ভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে বলে জানান এই কর্কর্তা।
এফপি/রাজ