মাগুরার শ্রীপুর উপজেলার ৪ নং শ্রীপুর সদর ইউনিয়নের হরিন্দি গ্রামে চেতনানাশক ব্যবহার করে পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি পরিবারের সকল সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণসহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার (২৭ মে) রাতে উপজেলার হরিন্দি গ্রামের সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও শ্রীপুর উপজেলা শাখার প্রাক্তন সভাপতি রায় হিমাংশু শিখর রায়ের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
হিমাংশু শিখরের শ্যালক মনোরঞ্জন রায় জানান, বুধবার (২৮ মে) সকাল সাড়ে আটটার পরে হিমাংশ বাবুর বাড়িতে গিয়ে দেখি বাড়ির সদর গেট ভেতর থেকে আটকানো। কিন্তু কাউকে ডাকাডাকি করে কোন সাড়া পাওয়া যাচ্ছিল না। এসময় ঘরের এক পাশের একটি দরজা খোলা ছিল। পরে বাড়ির ভেতরে গিয়ে দেখি, এক ঘরে রায় হিমাংশু শিখর এবং অন্য ঘরে তার ভাই কিশোর কুমার রায় মধু ও মধুর স্ত্রী চন্দনা রায় অচেতন হয়ে পড়ে আছেন। প্রত্যেকটি ঘর লন্ডভন্ড অবস্থায় ছিল। রাতের আঁধারে কারা এ ঘটনা ঘটিয়েছে তা বুঝতে পারছি না। দুর্বৃত্তরা টাকা-পয়সা, স্বর্ণালংকার সহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
বর্তমানে অচেতন তিনজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী বলেন, খবর শোনা মাত্রই সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। বাড়ির সকল সদস্য অচেতন থাকার কারণে কোন তথ্য পাওয়া যায়নি। তবে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফপি/এমআই