বরগুনা শহরের প্রধান সড়কের মাঝখানে বিকল হয়ে পড়ে আছে একটি পৌরসভার ট্রাক। গত ৫ দিন ধরে ট্রাকটি সরিয়ে না নেওয়ায় জনসাধারণকে পড়তে হচ্ছে মারাত্মক ভোগান্তিতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বরগুনা পৌরসভার চরকলোনী এলাকার হামিদিয়া স্কুল সংলগ্ন সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা ট্রাকটি চলাচলের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। যানবাহনগুলোকে সীমিত জায়গা দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে।
স্থানীয়রা জানান, পৌরসভার ময়লাবাহী ট্রাকটি বিকল হয়ে পড়ে আছে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
একজন স্থানীয় বাসিন্দা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির মোল্লা জানান, গাড়ীটি বিকল হওয়ার পরপরই আমি ড্রাইভারকে বলেছি এটিকে সরিয়ে নিতে, কিন্তু এখন পর্যন্ত কারো কোন দেখাই মিলছে না এখানে। প্রতিদিনই এখানে ট্রাফিক জ্যাম ও বিশৃঙ্খলা হচ্ছে। স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন চলাচলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে।
ড্রাইভার ফারুক হোসেন বলেন, গাড়িটি বন্ধ হয়ে ব্রেক আটকে যায়। চাইলেও পাশে নেওয়া সম্ভব হয়নি। আমিও বুঝতে পারছি অনেকদিন যাবত রাস্তার মধ্যে গাড়িটি সবারই চলাচলে সমস্যা হচ্ছে। আমি দ্রুত সরানোর চেষ্টা করবো।
বরগুনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি এখন অবগত হয়েছি। এখনি আমি রাস্তা থেকে গাড়িটি সরানোর ব্যবস্থা করতেছি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ট্রাকটি অপসারণ এবং সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলার জোর দাবি জানিয়েছেন।
এফপি/রাজ