Dhaka, Wednesday | 21 May 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 21 May 2025 | English
সেতু নির্মাণের জন্য বাংলাদেশকে ২৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে আইডিবি
ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত অন্তত ৩০
বেলুচিস্তানে স্কুলবাসে হামলায় নিহত ৫, ভারতের দিকে আঙ্গুল পাকিস্তানের
হালুয়াঘাটে কয়লা আমদানি বন্ধ, সংকটে শ্রমিক ও ব্যবসায়ীরা
শিরোনাম:

বিদেশি অপারেটরের হাতে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব নয়: হাইকোর্টে আইনি চ্যালেঞ্জ

প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ২:৫৩ পিএম  (ভিজিটর : ৬)

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোনো কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে দেশের অর্থনৈতিক স্বার্থ, আইনের যথাযথ প্রয়োগ এবং স্থানীয় কোম্পানির অধিকার নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি দাখিল করেন যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান। তার পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম।

রিটে বলা হয়, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আইনের বিধান অনুসারে কোনো কৌশলগত অবকাঠামোর দায়িত্ব দেওয়ার আগে ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় অপারেটরদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অথচ এনসিটি পরিচালনার ক্ষেত্রে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়ায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো সুযোগ রাখা হয়নি, যা আইনি ও নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ।

আদালতে দাখিল করা আবেদনে হাইকোর্টের কাছে রুল জারির আবেদন জানানো হয়েছে—কেন এই চুক্তির উদ্যোগ বেআইনি ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং কেন প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে অপারেটর নিয়োগের নির্দেশ দেওয়া হবে না।

রিটে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে। এ বিষয়ে হাইকোর্ট আগামী ২৫ মে (রবিবার) শুনানির দিন ধার্য করেছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝