Dhaka, Thursday | 22 May 2025
         
English Edition
   
Epaper | Thursday | 22 May 2025 | English
সেতু নির্মাণের জন্য বাংলাদেশকে ২৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে আইডিবি
ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত অন্তত ৩০
বেলুচিস্তানে স্কুলবাসে হামলায় নিহত ৫, ভারতের দিকে আঙ্গুল পাকিস্তানের
হালুয়াঘাটে কয়লা আমদানি বন্ধ, সংকটে শ্রমিক ও ব্যবসায়ীরা
শিরোনাম:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফের চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানির অভিযোগ

প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৪:১০ পিএম  (ভিজিটর : ২৭)
​​​​​​​মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতির শিকার আল ইমরান পরিবহণ।

​​​​​​​মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাতির শিকার আল ইমরান পরিবহণ।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ফের চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল (২১ মে) মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ‘আল ইমরান পরিবহণ’ এর একটি বাসের নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতদল যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

বাসের চালক ও যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৮টায় আব্দুল্লাহপুর থেকে বাসটি রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে। ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত ১২টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা অতিক্রম করে।

যমুনা সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার অতিক্রম করার পর যাত্রীবেশী ১০ থেকে ১২ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসের নিয়ন্ত্রণ নেয়।

বাসের সুপারভাইজার আতিকুর রহমান জানান, এরপর তারা যাত্রীদের ও চালকসহ সকলের চোখ-মুখ বেঁধে ফেলে। ডাকাতদল বাসটি নিয়ে যমুনা সেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে। চলাচলের সময় তারা প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মুঠোফোন, নগদ টাকা, সোনার গহনা ও অন্যান্য মালামাল লুটে নেয়।

বাসচালক আবেদ আলী জানান, রাতভর ডাকাতরা বাসটি নিয়ে ৪ থেকে ৫ বার টাঙ্গাইল ও চন্দ্রা-আশুলিয়া রুটে যাওয়া-আসা করে। পরে ভোর সাড়ে ৫টায় টাঙ্গাইল শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় বাসটি রেখে ডাকাতদল পালিয়ে যায়। লুটপাট ও শ্লীলতাহানির পর বাসের যাত্রীদের নিয়ে সকালে টাঙ্গাইল সদর থানায় যান চালক। এ ঘটনায় পুলিশ সুপার মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বাসের স্টাফ ও যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বাসের যাত্রী বগুড়ার আদমদীঘির জুয়েল মিয়া অভিযোগ করেন, টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার সময় নারী যাত্রীদের তল্লাশির নামে শ্লীলতাহানির ঘটনা ঘটে। তার চোখ-মুখ বাঁধা ছিল।

রংপুরের এক বাস যাত্রী জানান, হাত-পা, চোখ-মুখ বেঁধে ডাকাতরা প্রত্যেক যাত্রীর দেহ কয়েকবার করে তল্লাশি করে এবং তাদের সব কিছু নিয়ে যায়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমদ জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ডাকাত দলকে চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এই মহাসড়কে ‘ইউনিক রয়েলস’ নামে একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। এছাড়া ২০২২ সালের ২ আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছিল।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝