সেতু নির্মাণের জন্য বাংলাদেশকে ২৪১ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রদান করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।
বৃহস্পতিবার (২১ মে) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আইডিবির পরিচালনা পর্ষদের বার্ষিক সভায় বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ‘কন্সট্রাকশন অফ ফাইভ ক্লাইমেট রেসিলিয়েন্ট ব্রিজ ইন ময়মনসিংহ ডিভিশন, বাংলাদেশ (বিজিডি ১০৯৬)’ শীর্ষক প্রকল্পে এ ঋণ দিচ্ছে আইডিবি।
এ ঋণচুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) -এর পক্ষে ভাইস প্রেসিডেন্ট ড. রামি আহমেদ স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরকালে আইডিবিতে বাংলাদেশ সরকারের বিকল্প গভর্নর মোহাম্মদ হাসান আরিফ, আলজেরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স রাশেদ আহমেদ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।
এ প্রকল্পটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে।
প্রকল্পটির মাধ্যমে ৫টি জলবায়ু অভিঘাত সহনশীল সেতু নির্মাণের ফলে ময়মনসিংহ বিভাগের প্রত্যন্ত এলাকায় সুনামগঞ্জ-জামালপুর সীমান্ত সড়ক এবং শ্যামগঞ্জ-দুর্গাপুর সীমান্ত সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে।
এ প্রকল্প বাস্তবায়নের ফলে সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনসাধারণের জলবায়ু পরিবর্তন প্রতিক্রিয়া মোকাবেলা, পরিবহন সুবিধা, সড়ক নিরাপত্তা, শিক্ষার প্রসার, অর্থনৈতিক সুযোগ সৃষ্টিসহ দারিদ্র ও সামাজিক বৈষম্য হ্রাস সম্ভব হবে।
আইডিবি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বহুপাক্ষিক উন্নয়ন অংশীদার এবং প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন, রপ্তানি ঋণ গ্যারান্টি ইত্যাদির মাধ্যমে অব্যাহত সহায়তা প্রদান করে আসছে।
এফপি/এমআই