জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন দপ্তর, পানামায় আন্তর্জাতিক কনসালটেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের তরুণী নাজিফা হায়দার। জাতিসংঘে নিয়োগপ্রাপ্ত কনসালটেন্টদের মধ্যে নাজিফা বয়সে সর্বকনিষ্ঠ।
২২ মে বৃহস্পতিবার জাতিসংঘের আন্তর্জাতিক কনসালটেন্ট হিসেবে নিয়োগপত্র হাতে পান নাজিফা হায়দার। এর আগে দীর্ঘ ৯ মাস নাজিফা জাতিসংঘের পানামা দপ্তরে সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
নাজিফা হায়দার বলেন, ছোটবেলা থেকেই বৈশ্বিক অভিবাসন নিয়ে আমার আগ্রহ ছিল প্রবল। শিক্ষাজীবনের শুরু থেকে আমি রোহিঙ্গা ইস্যু নিয়ে লেখালেখি করেছি। আন্তর্জাতিক বিষয়াবলি পড়তে ভালোবাসতাম এবং যুক্তরাজ্যে অধ্যয়নের সময় রোহিঙ্গা সোসাইটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। এসব অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, অভিবাসন শুধু একটি রাজনৈতিক বা মানবিক বিষয় নয়- এটি বিশ্বকে একত্রিত করে, বৈচিত্র্য এনে দেয় এবং উন্নয়নের সেতুবন্ধন গড়ে তোলে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (IOM) কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল গর্বের বিষয়। এটি কেবল আমার স্বপ্নপূরণ নয়, বরং এমন একটি ক্ষেত্র যেখানে আমি বাস্তবে পরিবর্তন আনার সুযোগ পাচ্ছি।
নাজিফা হায়দার ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে মার্কেটিং বিভাগে স্নাতক এবং আন্তর্জাতিক ব্যবসা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকার স্কলাস্টিকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে তিনি ‘ও লেভেল’ এবং মালেশিয়ার ফেয়ারভিউ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ‘এ লেভেল’ সম্পন্ন করেন। নাজিফা বাংলাদেশের ইউরো গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী এ এস এম হায়দারের জ্যেষ্ঠ কন্যা।
এফপি/রাজ