বরিশালের হিজলা উপজেলার আলীগঞ্জ এলাকায় মেঘনা নদীতে একটি জাহাজের ধাক্কায় আরেকটি মালবোঝাই জাহাজ ডুবে গেছে।
জানা গেছে, ভারত থেকে ১ হাজার ১২০ টন কাঁচামাল ফ্লাই-এস নিয়ে ঢাকায় যাচ্ছিল এমভি মিম-রা (এম-১৮১২৩) নামের জাহাজটি। ১১ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে এটি আলীগঞ্জ বাজারসংলগ্ন মেঘনা নদীতে নোঙর করে। তখন বিপরীত দিক থেকে আসা এমভি আল কুরা-১ (এম-২৫২৩০) জাহাজ সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থল নদীতে এমভি মিম-রা জাহাজটি তলিয়ে যায়। জাহাজে থাকা স্টাফরা অক্ষত রয়েছেন। এমভি মিম-রা জাহাজটিকে ধাক্কা দিয়ে এমভি আল কুরা-১ জাহাজটিকে আটক করা সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, এমভি আল কুরা-১ জাহাজটি মালিক মো. মোবারক হোসেন, পিতা-আব্দুল মতিন মিয়া, ঠিকানা- রোড় নং-০৮, বাসা নং ০৭, হীরাঝিল আবাসিক এলাকা, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ।
এ ঘটনায় এমভি মিম-রা জাহাজের মালিকের ভাই মানিক মিয়া হিজলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মানিক মিয়া জানান, ডুবে যাওয়া জাহাজটির মালিক তার বড় ভাই মাসুদ করিম। তিনি ঘটনার সময় চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করছিলেন। এ ঘটনা জানতে পেরে তিনি শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েছেন। ডুবে যাওয়া জাহাজটির আয় থেকেই তার সংসার খরচসহ চিকিৎসা চলতো। এখন জাহাজটি উত্তোলনের খরচ বহন করার সামর্থ তার নাই।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল বলেন, ‘নদীতে জাহাজডুবির সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। জাহাজটি তুলতে তাদের সহযোগিতা করা হবে।’
এফপি/এমআই