চাঁদপুরের মতলব পৌরসভার মতলব সরকারি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল এর পরিত্যক্ত সরকারি বাসভবনের পিছনে পরিত্যক্ত পানির মটর রাখার রুম থেকে অজ্ঞাতনামা মানুষের কঙ্কাল উদ্ধারের ২ মাসেও তার সন্ধান পাওয়া যায়নি। লাশের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ ।
গত ২৬ সেপ্টেম্বর সকালে এক ইলেকট্রিশিয়ান মটর মেরামত করতে গিয়ে লাশ দেখতে পায়। পরে কলেজ কর্তৃপক্ষ মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জকে মোবাইল ফোনে অবগত করলে ওসি সালেহ আহম্মেদ ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা মানুষের কঙ্কালটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর থানার বেতারের মাধ্যমে সারাদেশের সকল থানায় বার্তা প্রেরণ করা হলেও কোনো সংবাদ পাওয়া যায়নি। যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে মতলব দক্ষিন থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই সাকিব।
এ ঘটনায় প্রথমে মতলব দক্ষিণ থানার জিডি নং- ১১৯৯, তাং- ২৬/০৯/২৫ ইং এবং পরবর্তীতে অত্র থানার অপমৃত্যু মামলা নং- ০৬/৩৪, তাং- ২৬/০৯/২৫ ইং।
মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। যদি কেউ এই লাশের পরিচায় জেনে থাকেন তাহলে থানায় যোগাযোগ করতে অনুরোধ জানাচ্ছি।
এফপি/অ