শিক্ষা-অধিকার-সমতা এই বাক্যগুলোকে মনে ধারণ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির আগ পর্যন্ত “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করছেন। এরই অংশ হিসেবে রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ কারমাইকেল কলেজ, রংপুর ইউনিটের আয়োজনে কারমাইকেল কলেজ শহিদ মিনার চত্বরে দাড়িয়ে “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেন।
উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা সম্মানের জন্য আজ এই পেশায়, আমরা অর্থ চাইনা, চাই সম্মান। আমাদের যোগ্যতা থাকা সত্বেও আমাদের সম্মান না পেয়ে আজ আমরা দিশেহারা। আমরা চাই আমাদের যোগ্য সম্মানটা দেয়া হোক, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি করা হোক। নতুবা আমাদের এ কর্মসূচি চলতে থাকবে ও আমার এতে কাজ না হলে কঠোর কর্মসূচিতে পা দিবো।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুর রউফ (বিসিএস-৩৩), প্রভাষক বিধান চন্দ্র রাও (বিসিএস-৩৪), প্রভাষক আরাফাত (বিসিএস-৩৬), প্রভাষক আল আমিন (বিসিএস-৩৬), প্রভাষক আহসানুল (বিসিএস-৩৩) প্রমূখ। এ সময় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
এফপি/অ