Dhaka, Monday | 17 November 2025
         
English Edition
   
Epaper | Monday | 17 November 2025 | English
‘কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগে হাসিনা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
চাহিদায় ভাটা, বিক্রি কমছে স্বর্ণের
ঢাকায় বয়ছে শীতের হাওয়া তাপমাত্রা ১৯ ডিগ্রিতে
শিরোনাম:

রাতভর রাজধানী ও দেশের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন

প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:২৪ এএম  (ভিজিটর : ৯)

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানী ও বিভিন্ন জেলায় ফের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী; দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কও বন্ধ রাখা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসায় লক্ষ্য করে হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়-এমন দৃশ্য ধরা পড়ে সিসিটিভিতে। খবর পেয়ে বোম্ব স্কোয়াড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসায় উপদেষ্টা উপস্থিত থাকলেও হতাহতের ঘটনা ঘটেনি।

ডিএমপি নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর কবির জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে বাংলামোটরে রুপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। জনতা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মতিঝিলের টিএন্ডটি বাসস্ট্যান্ড, কারওয়ানবাজারে সার্ক ফোয়ারার সামনে, ফার্মগেট রেলক্রসিং, সব জায়গায় একই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়ায়। ফার্মগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।

মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। দক্ষিণ কেরানীগঞ্জে ডাম্পিংয়ে রাখা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করা হয়।

ঢাকার বাইরেও চলেছে এ ধরনের নাশকতা। কিশোরগঞ্জে স্টেশন রোডে গ্রামীণ ব্যাংকের একটি শাখার নিচতলায় আগুন ধরিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি, স্থানীয়রা দ্রুত আগুন নেভায়। পাকুন্দিয়ায় গাছ কেটে রাস্তা অবরোধ করে মোটরসাইকেল আরোহীরা। গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় মোটরসাইকেলে এসে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণে দু’জন রিকশাচালক আহত হন। রাত ১০টার দিকে ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতি স্তম্ভের সামনে দুটি বিস্ফোরণ এবং পরে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি বিস্ফোরণ ঘটে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের প্যানেল বেলা ১১টায় রায় দেবেন।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকা ও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। দোয়েল চত্বর-শিক্ষাভবন সড়ক বন্ধ রয়েছে। নাশকতা রোধে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। তিনি বলেন, ‘বাসে আগুন দেওয়া, ককটেল ছোড়া বা পুলিশের ওপর হামলা- এসব ক্ষেত্রে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝