Dhaka, Tuesday | 19 August 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 19 August 2025 | English
পরিবেশবান্ধব চাষাবাদে মৎস্য খাতকে সমৃদ্ধ করা সম্ভব: প্রধান উপদেষ্টা
পাথর লুটে যোগসাজশ ছিল প্রশাসনের: রিজওয়ানা হাসান
পাবনা-৩ আসনে মনোনয়ন যুদ্ধ, মাঠ গরম সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা পুলিন কান্তি দে’র মৃত্যুতে প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
শিরোনাম:

পদ্মায় প্রবল স্রোতে ডুবে গেল বালুবাহী বাল্কহেড

প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৯:৪০ পিএম  (ভিজিটর : ১১)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে প্রবল স্রোতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাল্কহেডের সুকানি, সহকারী ও দুই শ্রমিক।

সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে বালুবোঝাই করে বাল্কহেডটি দৌলতদিয়া ঘাটের দিকে আসছিল। ফেরিঘাটের কাছে এলে প্রবল স্রোতে হঠাৎ বাল্কহেডটি ডুবে যেতে শুরু করে। এ সময় বাল্কহেডে থাকা সুকানি, সহকারী ও দুই শ্রমিক দ্রুত বালুর মালিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে মালিক ট্রলার পাঠিয়ে তাদের উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন।
 
স্থানীয়দের অভিযোগ, নদীতে চলাচলকারী অধিকাংশ বাল্কহেডেরই নিবন্ধন ও ফিটনেস নেই। অদক্ষ সুকানি দিয়ে এগুলো চালানো হয়। এছাড়া ধারণক্ষমতার দ্বিগুণ বালু পরিবহন করা হয়। এসব বিষয়ে প্রশাসনের তদারকি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) ত্রিনাথ সাহা বলেন, ‘পদ্মা নদীতে চলাচলকারী বাল্কহেডের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। তবে বর্তমানে পদ্মায় প্রবল স্রোত থাকায় স্পিডবোট নিয়ে যাওয়া কষ্টসাধ্য। তাই তদারকি কিছুটা কম হচ্ছে।’
 
তিনি জানান, বাল্কহেড ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝