বাগেরহাটের মোরেলগঞ্জে ফকিরবাড়ি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশীষ গাঙ্গুলীর মুক্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ছয় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে। কর্মসূচি শেষে তারা একটি স্মারকলিপি প্রদান করে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিচতলায় অবস্থান নেয়।
এসময় শিক্ষার্থী ফেরদৌস হাসান, আহসানুল্লাহ তুরাগ, মাহিমা আক্তার পরি, আরিফা ইসলাম এবং সাবেক শিক্ষার্থী এস.এম. জাহেদ সোহান বলেন, গণিতের সহকারী শিক্ষক দেবাশীষ গাঙ্গুলী গত ২৫ দিন ধরে একটি ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় কারাবন্দি রয়েছেন। তার অনুপস্থিতিতে পাঠদান ব্যাহত হচ্ছে, বিশেষ করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা অবিলম্বে শিক্ষক দেবাশীষ গাঙ্গুলীর নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং ঘোষণা দেন যে, “শিক্ষকের মুক্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না”।
স্মারকলিপি প্রদান করতে গেলে ইউএনও কর্মস্থলে উপস্থিত ছিলেন না। তিনি জেলা সদরে একটি মিটিংয়ে ছিলেন। পরে ইউএনওর নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে জানান, বিষয়টি জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে এবং এক সপ্তাহের মধ্যে সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে।
এ আশ্বাসে শিক্ষার্থীরা বিকেল ৫টার দিকে কর্মসূচি শেষ করে নিজ নিজ বাড়িতে ফিরে যায়।
এফপি/রাজ