রাজশাহীর তানোরে রিনা রাণী দাস (৫৩) নামে এক গৃহবধূ মাথাব্যথায় অতিষ্ঠ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার ভদ্রখন্ড গ্রামে স্বামীর বাড়ি থেকে মৃত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানা পুলিশ। মৃত রিনা রাণী তানোর পৌর এলাকার ভদ্রখন্ড গ্রামের রবি চন্দ্র দাসের স্ত্রী।
ওই গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরের পর বাড়ির সকলের অগোচরে বাথরুমে ডুকে ভেন্টিলেটরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস নেয় রিনা রাণী। তিনি দীর্ঘদিন মাথা ব্যথায় ভুগছিল। মাথার সমস্যার কারণে মাঝে মধ্যে অসুস্থ হয়ে যেতো। তাঁকে অনেক জায়গায় চিকিৎসা করানো হয়েছে। কিন্তু তিনি আর সুস্থ হননি। মাঝেমধ্যে ভালো থাকে, আবার মাঝেমধ্যে সে মাথার সমস্যার কারণে উদ্ধত আচারণ করত। এই সমস্যার কারণে অতিষ্ঠ হয়ে সে আত্মহত্যা করতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ শেষকৃত্য সম্পন্নের অনুমতি দেওয়া হয়।
এফপি/রাজ