দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে ময়লা ফেলার স্থানে পরিত্যক্ত একটি ব্যাগে মূর্তিটা পাওয়া যায়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. মেহেদী হাসান বলেন, দুপুর আড়াইটার দিকে জরুরি বিভাগের পাশে ময়লা ফেলার স্থানটি পরিষ্কারে যান এক পরিচ্ছন্নতাকর্মী। কিছু সময় পরে তিনি ফিরে এসে আমাকে বলেন, “স্যার একটি ব্যাগ পড়ে আছে। মনে হয় ভেতরে বোমা আছে।”
পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যাগটি সাবধানে খুলি। এ সময় ব্যাগের ভেতরে একটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পাই। এটির ওজন প্রায় তিন কেজি। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। মূর্তিটা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে ময়লা ফেলার জায়গায় পরিত্যক্ত একটি ব্যাগে কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এফপি/রাজ