বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও নির্দেশটি দেওয়া হয়েছে মৌখিকভাবে, টেলিফোনের মাধ্যমে।
সূত্র জানায়, গত শুক্রবার (১৫ আগস্ট), জাতীয় শোক দিবসের দিন, কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে সরাসরি ফোন করে এ নির্দেশনা দেওয়া হয়। এরপর তাদের দায়িত্ব দেওয়া হয়, অন্যান্য মিশনপ্রধানকে বিষয়টি জানিয়ে কার্যকর করার। তবে নির্দেশটি লিখিতভাবে পাঠানো হয়নি।
বিদেশে পদায়নকৃত এক কূটনীতিক জানান, “আমরা অন্য একটি দেশের মিশনপ্রধানের কাছ থেকে শুনে ছবি সরিয়ে ফেলেছি। নির্দেশ ছিল টেলিফোনে।”
আরেকজন কর্মকর্তা বলেন, “সব নির্দেশ লিখিতভাবে দেওয়া যায় না। এজন্য মৌখিকভাবেই বলা হয়েছে।”
প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী সরকারি দফতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শন বাধ্যতামূলক। কিন্তু কূটনীতিকদের অভিযোগ, একইভাবে মৌখিক নির্দেশে বঙ্গবন্ধুর ছবিও অনেক মিশন থেকে সরিয়ে ফেলা হয়েছে।
সাধারণত পৃথিবীর সব দেশে রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি কূটনৈতিক মিশনে প্রদর্শনের প্রচলন রয়েছে। কিন্তু বাংলাদেশে এ ব্যত্যয়ের কারণ কী—জানতে চাইলে এক কূটনীতিক বলেন, “এটি সরকারের সিদ্ধান্ত।”
তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো লিখিত নথি বা আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
এফপি/রাজ