Dhaka, Thursday | 22 May 2025
         
English Edition
   
Epaper | Thursday | 22 May 2025 | English
স্কুলের জায়গায় ৩ পরিবারকে সুবিধা দিয়ে সীমানা প্রাচীর তৈরির অভিযোগ
জাতিসংঘের আন্তর্জাতিক কনসালটেন্ট হলেন বাংলাদেশের নাজিফা হায়দার
সেতু নির্মাণের জন্য বাংলাদেশকে ২৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে আইডিবি
ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত অন্তত ৩০
শিরোনাম:

কালীগঞ্জে শীতলক্ষা তীরে বেআইনি ইট-বালু ব্যবসার দৌরাত্ম্য!

সংকুচিত হচ্ছে গরুর হাট ও শিশুদের মাঠ

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ২:২৯ এএম  (ভিজিটর : ২)

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় শীতলক্ষা নদীর তীরে বেআইনিভাবে জমে উঠেছে ইট, বালু ও খোয়ার রমরমা ব্যবসা। নদীর সীমানা চিহ্নিত করে পিলার স্থাপন করা হলেও সেগুলোর কোনো তোয়াক্কা না করেই চলছে এই দখল ও বাণিজ্য। শুধু নদীর পাড়ই নয়, কালীগঞ্জ পৌর এলাকার একমাত্র সরকারি ইজারাভুক্ত গরুর হাটের বিশাল একটি অংশও দখলে নিয়ে ব্যবসা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল।

স্থানীয়দের অভিযোগ, হাটের খালি জায়গা জুড়ে রাখা হচ্ছে ট্রাক ও লড়ি ভর্তি ইট-বালু। এতে সংকুচিত হয়ে পড়েছে হাটের কার্যক্রম, ব্যাহত হচ্ছে পশু বেচাকেনা, এমনকি বাচ্চাদের খেলার উপযুক্ত একমাত্র উন্মুক্ত স্থানটিও হারিয়ে যাচ্ছে। ইট-বালুর স্তুপ, ধুলাবালি এবং ভারী যান চলাচলে এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ব্যবসায়ীদের পেছনে রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর ছত্রছায়া রয়েছে। ফলে প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় দখলদাররা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে এই অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করে জায়গাটি শিশুদের জন্য উন্মুক্ত খেলার মাঠ হিসেবে পুনঃস্থাপন করতে হবে। পাশাপাশি গরুর হাটকে প্রয়োজনীয় পরিসরে সম্প্রাসারণ করে পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবিও জানিয়ছেন তাঁরা।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ নূর হোসেন বলেন, ‘নদী দখলের বিষয়ে আমরা নিয়মিত মনিটরিং করছি। যারা নদীর সীমানা লঙ্ঘন করে বাণিজ্য করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ বলেন, অবৈধভাবে দখল ও ব্যবসার বিষয়টি আমাদের নজরে এসেছে। অতিসত্ত¡র অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শীতলক্ষা নদী ও গরুর হাট কালীগঞ্জের ঐতিহ্যবাহী দুটি অংশ। অবৈধ দখলদারদের হাত থেকে এসব স্থানের পরিবেশ ও ব্যবহারযোগ্যতা রক্ষায় জরুরি পদক্ষেপ না নিলে তা ভবিষ্যতে আরো জটিল আকার ধারণ করতে পারে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝