পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত ৫৩/৫৪ বছরে আমরা যেভাবে নদী নষ্ট করেছি—দখল, দূষণ, অবিবেচনাপ্রসূত অবকাঠামো নির্মাণের মাধ্যমে—তা এক দেড় বছরের সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তবে একটি কার্যকর রূপরেখা তৈরি করা সম্ভব।
তিনি আরও বলেন, আমরা প্রতিটি জেলায় একটি নদী দখল ও দূষণমুক্ত করার পরিকল্পনা নিয়েছি। যদিও এসব প্রকল্প বাস্তবায়ন করে যাওয়ার সময় আমরা নাও পেতে পারি, তবুও ৮টি বিভাগে একটি করে নদী, কক্সবাজারে একটি এবং ঢাকায় চারটি নদীকে ঘিরে বাজেট প্রণয়ন করে কাজ এগিয়ে নিচ্ছি।
আজ সোমবার (১৯ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া স্লুইস গেট এলাকায় বড়াল নদী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশেরুল ইসলাম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
এফপি/রাজ