বগুড়া-নওগাঁ মহা সড়কে যাত্রীবাহি বাস তল্লাশি করে চার কেজি গাঁজাসহ নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সোমবার সকাল সাড়ে ৮টায় আদমদীঘির অদুরে হবিরমোড় নামক স্থানে নওগাঁগামী হানিফ পরিবহন বাস তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পুর্ব ধানমুরী গ্রামের ইব্রাহিম আলীর ছেলে মাসুদ (২২) ও রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আলীর মেয়ে মঞ্জুয়ারা বেগম (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, দুর পাল্লার বাসে গাঁজার একটি চালান আসছে এমন সংবাদের ভিক্তিতে গতকাল সোমবার সকাল থেকেই বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাস তল্লাশি করা হয়।
সকাল সাড়ে ৮ টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ব-১৪-৭৫০৯ নম্বর- হানিফ পরিবহন নামক বাস তল্লাশি করে যাত্রী বেশে সিটে বসে থাকা উল্লেখিত যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তাদের স্কুল ব্যাগ তল্লাশি করে অভিনব কায়দায় রাখা চার কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এফপি/রাজ