জামালপুরের মাদারগঞ্জে ১২ বছরের ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছো এক চাচার বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার (১৯ মে) রাতে ভোক্তভোগী শিশুটির বাবা মেয়ের বিচারের জন্য বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অভিযুক্ত চাচার নাম মোঃ ওমর হাসান (২৭)। সে জোনাইল নয়াপাড়া পৌরসভা গেইট এলাকার হাসান ওরফে সন্দেশ এর ছেলে। ভুক্তভোগী শিশু অভিযুক্ত ওমর হাসানের চাচাতো ভাইয়ের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ মে) সন্ধার পর ভোক্তভোগী শিশুটি প্রতিদিনের মত তাদের বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিলো। রাত ৮টার দিকে অভিযুক্ত চাচা ওমর হাসান ভোক্তভোগী ভাতিজিকে তার ফুফাতো ভাইয়ের ঘরে ডেকে নিয়ে যায়। ভাতিজি সরল মনে চাচার সাথে যায়। এরপর খাটের উপরে সুয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় শিশুটি ব্যথায় চিৎকার শুরু করলে পাশের রুমে থাকা ফুফাতো ভাইয়ের স্ত্রী ঘটনাস্থলে আসলে অভিযুক্ত চাচা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর হাসান গা ঢাকা দিয়েছেন। পেশায় রাজমিস্ত্রি ওমর হাসানের স্ত্রী-সন্তান রয়েছে।
এলাকায় বখাটে হিসেবে হিসেবে পরিচিত সে। এমন নেক্কার জনক ঘটনায় অভিযুক্ত চাচার কঠিন শাস্তি দাবি করেছেন পরিবার এলাকাবাসী।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, চাচার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত চাচা ওমর হাসান পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এফপি/রাজ