কুমিল্লা বরুড়ার গালিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০শে মে মঙ্গলবার বিকাল পাঁচটায় গালিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মামলার আসামি ও তার পরিবারের সদস্যদের অংশগ্রহণে, অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গালিমপুর এলাকার জাকির হোসেন সুমন, আবদুল বারিক, মোঃ সজিব হোসেন, সুজন, মোঃ সালমান হোসেন, মামলার আসামী সুজন হাসান ও বিল্লালের বাবা সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন গত ২৩শে এপ্রিল ভাউকসার এলাকার মৃত সাত্তার মুহুরীর ছেলে আবদুল জলিলের বাড়িতে বেলা আনুমানিক ১১টার দিকে কে বা কাহারা হামলা চালিয়ে, আবদুল জলিলের বাড়িঘরের ব্যাপক ক্ষতিসাধন করে, আর তারই ধারাবাহিকতায় গত ৭ ই আবদুল জলিল বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলার সূত্র ধরে বহু নিরীহ অসহায় মানুষকে এই মামলার এজাহারে অন্তভূক্ত করা হয়েছে।
এ ব্যাপারে মানববন্ধন কারীরা এই মামলার সুষ্ঠু সুন্দর ভাবে তদন্তের মাধ্যমে দোষী ব্যাক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হউক।
এফপি/রাজ