অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কমিটি অনুমোদনের কথা জানান।
১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে উপদেষ্টা ৩২ জন, ১৮ জনকে সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন, সাংগঠনিক সম্পাদক ৪ জন ও ৬৮ জনকে সদস্য করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোঃ জহিরুল হক খোকনকে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আলী আজম।
এর আগে, ২০২৪ সালের ২৮ ডিসেম্বর ও ২০২৫ সালের ১৮ জানুয়ারি দুবার জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও দলীয় গ্রুপিংয়ে একটি পক্ষের আপত্তির কারণে তা স্থগিত করা হয়।
পরে গত ১ ফেব্রুয়ারি আশুগঞ্জ আব্বাস উদ্দিন খান কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত করে দ্বিতীয় অধিবেশনের জন্য সম্মেলন মূলতবি করা হয়।
এর আগে ২০১৪ সনে ব্রাহ্মণবাড়িয়া আবদুল কুদ্দুছ মাখন মুক্ত মঞ্চে হাফিজুর রহমান মোল্লা কচি সভাপতি, মো. জহিরুল হক খোকন সাধারণ সম্পাদক ও হাজী সিরাজুল ইসলাম সিরাজকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি এডভোকেট আবদুল মান্নান আহবায়ক ও হাজী সিরাজুল ইসলাম সিরাজ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
এফপি/রাজ