Dhaka, Thursday | 8 May 2025
         
English Edition
   
Epaper | Thursday | 8 May 2025 | English
সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন: চীনা রাষ্ট্রদূত
জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতা বিভক্ত, দ্বিধান্বিত: মাহফুজ আলম
ক্ষণজন্মা রফিকুল বারী চৌধুরী—বাংলাদেশের চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ
শিরোনাম:

পাইকগাছায় ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৭:১১ পিএম  (ভিজিটর : ৯৫)

পাইকগাছায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঘুড়ি উৎসব মূলত গ্রাম বাংলার একটা ঐতিহ্য যা আবহমান কাল ধরে চলে আসছে। এছাড়াও এ উৎসবকে ঘিরে শৈশব কৈশোরের অনেক স্মৃতি'ও মনে দোলা দেয়।

৮ মে বৃহস্পতিবার বিকালে স্থানীয় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে গদাইপুর মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠানে ঘুড়ি প্রদর্শনী ও উড়ানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

ঘুড়ি উৎসবে অংশগ্রহণ করেন, গদাইপুর ইউনিয়নের ঘুড়ি প্রতিযোগী সৌহাদ্য ঘোষ, অপূর্ব ঘোষ, মুজাহিদ হোসেন, সৌমিক সরকার, আপন দাশ, অয়ন ঘোষ, পার্বণ রায়, মোজাহিদ ইসলাম, খালিদ হেসেন, রনি হাসান প্রমুখ। ঘুড়ি উৎসবে তাঁরাঘুড়ি, সাপঘুড়ি, লণ্ঠনঘুড়ি, দোর, বেত ঘুড়িসহ নানা ধরনের ও রং বেরং এর ঘুড়ি দেখা যায়।

ঘুড়ি উৎসব গ্রতিযোগিতায় ১ম সৌহাদ্য ঘোষ, ২য় অপূব ঘোষ ও ৩য় হয়েছে অয়ন দাশ। প্রতিযোগিদের মধ্যে পুরুস্কার প্রদান করেন, বনবিবির সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট প্রধিশ হালদার। আরও উপস্থিত ছিলেন, বনবিবির সদস্য কার্তিক মণ্ডল, গনেশ দাশ প্রমুথ। ঘুড়ি উৎসব ও  ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতায় এলাকার শিশু কিশোরসহ প্রচুর দর্শক উপস্থিত ছিলো।

ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। সুতা টেনে আকাশে ঘুড়ি ওড়ানো হয়। এটি বিনোদন মুলক খেলা। বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগীতা করা হয়। পাতলা কাগজ, পলিথিন ও কাপড়ের সাথে চিকন শলকা লাগিয়ে ঘুড়ি তৈরি করা হয়। বিভিন্ন ধরন, নানা উপাদানে ও নকশায় ঘুড়ি তৈরি হয়।

প্রায় ২৮ শত বছর পূর্বে চিন দেশে প্রথম ঘুড়ির উৎপত্তি হয়। পরবর্তিকালে এটি বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ঘুড়ির সুতা কাটাকাটি একটি মজার খেলা। আধুনিককালে ঘুড়িগুলোয় সিনথেটিক জাতিয় পদার্থের প্রচলন বেড়েছে। বর্তমানে বিভিন্ন ধরনের ঘুড়ি বিশ্বের নানা দেশে ওড়ানোর প্রচলন রয়েছে। দেশে বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতা ও উৎসব হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝