Dhaka, Saturday | 20 September 2025
         
English Edition
   
Epaper | Saturday | 20 September 2025 | English
মানুষের অধিকার নিশ্চিত করাই প্রকৃত গণতন্ত্র : ড. মঈন খান
আমেরিকার সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড রপ্তানি করছে ওয়ালটন
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ, দু’দিন পর নদীতে মিলল মরদেহ
আবাসন খাত রক্ষাই অর্থনীতির সুরক্ষা
শিরোনাম:

আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ ৪ নেতা গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ২:১৫ এএম  (ভিজিটর : ১০২০)

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক মামলার ভিত্তিতে রাজবাড়ী শহর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর আবু হাসান (৩৮), আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, রাজবাড়ী জেলার পাংশা থানাধীন কলিবহর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলাম এবং দৌলতদিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল ইসলাম মন্ডল (২৭)।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাজবাড়ী শহরের টি.এন.টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছু দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা আগ্নেয়াস্ত্র, রামদা, রড, লোহার পাইপ ও ককটেল নিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় এবং গুলি ছোঁড়ে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত মামলায় ৪৪ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের ধারা সংযুক্ত করা হয়।

সেই মামলার তদন্তে আবু হাসানকে সম্পৃক্ত হিসেবে শনাক্ত করে শুক্রবার (৯ মে) দুপুর ১টা ৩৫ মিনিটে সদর উপজেলার ২নং বেড়াডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।অপর তিন আসামি আমজাদ হোসেনকে রাজবাড়ী শহরের পান্না চত্বর ,পাংশা থানার মাছপাড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে মোঃ আমিরুল ইসলাম এবং আজিজুল ইসলামকে গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মো. মফিজুর রহমান বলেন, তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, আজিজুল ইসলাম মন্ডলকে  গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায়  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর গুলি বর্ষণ সহ নানা ধরনের অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায়। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন গুরুতরে আহত হয়। এই ঘটনায় গত ১০ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের  মো.শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল এন্ড কলেজের ছাত্র শরিফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় তাকে গ্রেফতার করা। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝