ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ২০২৫ আইপিএল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নিরাপত্তা শঙ্কা থাকায় ধরমশালায় বৃহস্পতিবার পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসরে আইপিএল ম্যাচ ভেস্তে যাওয়ার পর থেকেই এই আশঙ্কা করছিলেন ক্রিকেট প্রেমীরা। শুক্রবার এতেই সিলমোহর।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিল জঙ্গি হামলায় নিরীহ পর্যটকরা প্রাণ হারান। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে আইপিএলের মতো টুর্নামেন্ট আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। তিনি বলেন, ‘দেশ যখন যুদ্ধে লিপ্ত, সেই সময় ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকা ভালো দেখায় না।’
এদিকে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, গতকালের ম্যাচ বাতিলের পর দুই দলের ক্রিকেটারদের বিশেষ ট্রেনে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এবার পুরো টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দিল ভারতের ক্রিকেট বোর্ড।
এদিকে ভারত-পাকিস্তানের চলমান পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেয়া হয়েছে পিএসএলও। পাকিস্তান সুপার লিগের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
পাকিস্তান ও ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে চাচ্ছে। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দেশ দুইটিতে অবস্থানরত ক্রিকেটারদের সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
এফপি/এমআই