বাংলাদেশ ‘এ’ দলের ব্যানারে জাতীয় দলের তারকারাই খেলছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। তার নেতৃত্বে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ সোমবার (৫ মে) নিউজিল্যান্ড ‘এ’ দলকে অনায়াসে হারিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তুলে নিয়েছে ৭ উইকেটের জয়।
আগে ব্যাট করে ৩৪.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড ‘এ’ দল। জবাবে ২৭.২ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ।
বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি কিউই ব্যাটাররা। শূন্য রানে সাজঘরে ফেরেন পাঁচজন। ১৩ রান তুলতে হারায় ৪ উইকেট। ওপেনার রেইস মারিয়ু ৪২ রান করে শুরুর ধাক্কা সামাল দেন। শেষ দিকে ডিন ফক্সক্রফটের ৬৪ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় খেলা ৭২ রানের ইনিংস বাঁচায় কিউইদের মান।
বাংলাদেশের পক্ষে তানভীর ইসলাম ও খালেদ আহমেদ নেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট পান শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন।
মাঝারি রান তাড়ায় বাংলাদেশ হেসেখেলেই এগিয়ে যায় গন্তব্যের দিকে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান।
এফপি/এমআই