Dhaka, Tuesday | 6 May 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 6 May 2025 | English
মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই পণ্যের মর্যাদা
লন্ডনে মাকে বিদায় জানালেন তারেক রহমান
উপহার দিয়ে চিকিৎসকদের প্রভাবিত করা নিষিদ্ধের সুপারিশ
কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
শিরোনাম:

মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই পণ্যের মর্যাদা

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:১২ পিএম  (ভিজিটর : ৩৩)

মাগুরা সদর উপজেলার হাজরাপুর এলাকার ঐতিহ্যবাহী হাজরাপুরী লিচু দেশের ভৌগোলিক নির্দেশক (Geographical Indication - GI) পণ্যের মর্যাদা অর্জন করেছে। এর মাধ্যমে মাগুরার কৃষি ঐতিহ্যে যুক্ত হলো একটি গৌরবময় অধ্যায়।

২০২৩ সালের ৯ আগস্ট জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলামের নেতৃত্বে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে হাজরাপুরী লিচুকে জিআই পণ্যের স্বীকৃতি প্রদানের জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২৩ আগস্ট, অধিদপ্তরের ৩৭ নম্বর জার্নালে হাজরাপুরী লিচুর নাম অন্তর্ভুক্ত করা হয়।

দীর্ঘ প্রক্রিয়া শেষে, অবশেষে ২০২৫ সালের ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে হাজরাপুরী লিচুকে জিআই নিবন্ধন সনদপত্র দেওয়া হয়, যা মাগুরাবাসীর জন্য এক গর্বের বিষয়।

হাজরাপুরী লিচুর অনন্য বৈশিষ্ট্য:

খোসা পাতলা ও সহজে ছাড়ানো যায়
অত্যন্ত রসালো ও সুস্বাদু
মিষ্টি ও আকর্ষণীয় ঘ্রাণযুক্ত
কাঁচা অবস্থায় সবুজ, পাকার পরে ম্যাজেন্টা রঙ ধারণ করে
গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি
মে মাসের শুরুতেই ফল সংগ্রহযোগ্য আগাম জাত

এই স্বীকৃতি মাগুরার কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, “হাজরাপুরী লিচু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি মাগুরা জেলার জন্য একটি বিশেষ পরিচিতি এনে দেবে। এই স্বীকৃতির ফলে লিচু চাষিদের আর্থিক উন্নয়ন হবে এবং আন্তর্জাতিক বাজারে হাজরাপুরী লিচুর পরিচিতি বাড়বে। ”

হাজরাপুরী লিচুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি নিঃসন্দেহে মাগুরা জেলার ইতিহাসে এক মাইলফলক। এর মাধ্যমে স্থানীয় কৃষিপণ্য আন্তর্জাতিক পরিচিতি লাভ করবে এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝