বগুড়ার আদমদীঘিতে চাচাকে হত্যা মামলার আসামি পরিচয় গোপন রেখে ২৫ বছর আত্মগোপনে থেকেও রেহায় পেলেন না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক বকুল হোসেন।
শনিবার (৫ জুলাই) রাতে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত বকুল হোসেন আদমদীঘি উপজেলার ইন্দইল চক-শাহাবাজ গ্রামের সাহাদত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকশাহাবাজ গ্রামের স্কুল শিক্ষক সাদেক আলী মাস্টারকে ২০০০ সালে হত্যার দায়ে আদালত তার ভাতিজা বকুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে সে নিজের পরিচয় গোপন রেখে ঢাকার আশুলিয়া উপজেলার কাঠগড়া দুর্গাপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এদিকে আদমদীঘি থানা পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বগুড়া পুলিশ সুপারের নির্দেশে গত শনিবার রাতে আদমদীঘি থানার এএসআই স্বপন কুমার সেন সঙ্গীয় ফোর্সসহ আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামী বকুল হোসেনকে উল্লেখিত স্থান থেকে গ্রেপ্তার করেন। অপরদিকে এনআইএ্যাক্ট, জিআর ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় গত দুই দিনে আরো ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানা অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এসব তখ্য নিশ্চিত করে বলেন, গতকাল রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/রাজ