Dhaka, Tuesday | 6 May 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 6 May 2025 | English
মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই পণ্যের মর্যাদা
লন্ডনে মাকে বিদায় জানালেন তারেক রহমান
উপহার দিয়ে চিকিৎসকদের প্রভাবিত করা নিষিদ্ধের সুপারিশ
কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
শিরোনাম:

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ১০:০৭ পিএম  (ভিজিটর : ৯৯)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিয়রবিলা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, ডাকাতি করার সরঞ্জাম, পুলিশের পোশাক, ওয়াকিটকিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (০৪ মে) রাত সাড়ে ৩টার সময় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- কুষ্টিয়া জেলার কন্দরপুদিয়া গ্রামের বাবর আলীর ছেলে রুবেল হোসেন (২৯), একই জেলার মধুপুর গ্রামের উত্তর পাড়ার মহাসিন শেখের ছেলে মারুফ শেখ (২০) ও মৃত বদর উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৪০), ঝিনাইদহ জেলার কাদিখালি রামচন্দ্রপুর গ্রামের কলম আলী শেখের ছেলে সবুজ আলী মিঠু (৩০), জোড়া পুকুরিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিলন মোল্লা (২১) ও আহাদনগর গ্রামের কাশেম আলীর ছেলে আজিজুল মন্ডল (৩৬)। গ্রেফতারকৃতদেরকে আলমডাঙ্গা থানায় অস্ত্র আই, ডাকাতির প্রস্তুতি ও মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। 

সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলমডাঙ্গা উপজেলার তিয়রবিলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সুকান্ত দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার সময় লক্ষীপুর বাজার ও খাসকররা বাজারের মধ্যেবর্তী স্থানে মো. আব্দুর রাজ্জাকের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি মাক্রোবাস আটক করে। এ সময় মাইক্রোবাসের ভেতরে থাকা সস্ত্রাসীরা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয়।

তাদের পরিচয় সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাক্রোবাসে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপর আক্রমনাত্মক আচরণ করে। এ সময় পুলিশ সদস্যরা মাইক্রোবাসে থাকা আসামিদেরকে গ্রেফতার করেন। পরে মাইক্রোবাস তল্লাশী করে ১টি পিস্তল, ১টি রিভলবার, ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার যন্ত্র, ১টি পিস্তলের প্রসেস, ১টি পুলিশের জ্যাকেট, ১টি ওয়াকিটকি সাদৃশ্য মোবাইল ফোন, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইল উদ্ধার করেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝