Dhaka, Tuesday | 6 May 2025
         
English Edition
   
Epaper | Tuesday | 6 May 2025 | English
মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই পণ্যের মর্যাদা
লন্ডনে মাকে বিদায় জানালেন তারেক রহমান
উপহার দিয়ে চিকিৎসকদের প্রভাবিত করা নিষিদ্ধের সুপারিশ
কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
শিরোনাম:

দুর্বৃত্তের আগুনে পুড়ল ৪২ লাখের হারভেস্টার মেশিন

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:৩৭ পিএম  (ভিজিটর : ৭৭)

গভীর রাতে দুর্বৃত্তরা ধান কাটার মেশিন হারভেস্টার অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে

সিলেটের ওসমানীনগর উপজেলার উছমান পুর ইউনিয়নের (ময়না বাজার) আব্দুল্লাহ পুর  গ্রামে সোমবার (০৫ মে) গভীর রাতে এঘটনা ঘটে। এতে বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে হারভেস্টারের মালিক আফজাল হোসেন দাবি করেন।

জিডি সূত্রে জানা যায়, উছমান পুর ইউনিয়নের আব্দুল্লাহ পুর গ্রামে মৃত আব্দুর রউফ এর ছেলে মো. আফজাল হুসেন (৪০)  ২০২৪ সালের মে মাসে ওসমানী নগর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এ সি আই মটরস কোম্পানির  লিমিটেড থেকে ৪২ লক্ষাধিক টাকা মূল্যের মাসিক কিস্তিতে কৃষি ভূর্তুকি দিয়ে একটি হারভেস্টার (ধান কাটার মেশিন) ক্রয় করেন। সোমবার রাতে  দুর্বৃত্তরা গাড়িটি আব্দুল্লাহ পুর গ্রামের পাশে রউয়ার হাওর নামক স্থানে পুড়িয়ে ফেলে।

স্থানীয়রা জানান, ধান কাটার মৌসুমে এলাকার কৃষকগণ ব্যাপকভাবে উপকৃত হয়েছে। সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে তারা ধারণা করছেন।

হারভেস্টারের মালিক আফজাল হোসেন শিমুল জানান, আমরা ধারদেনা করে হারভেস্টার মেশিনটি কিনেছি। দুর্বৃত্তরা আমাদের আয়ের একমাত্র উৎসটি ধ্বংস করে দিল। তিনি প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকতা উম্মে তামিমা বলেন, এ বিষয়ে  কৃষকের কাছথেকে বিস্তারিত জানতে পেরেছি,সরেজমিনে গিয়ে দেখে আসব।

এব্যাপারে এসি আই মটরস লিমিটেডের সিলেট আঞ্চলিক কার্যালয়ের সিলেট সাউথ টেরিটোরির সিনিয়র রিকভারি অফিসার আবু হাসান বলেন, বিষয়টি শুনেছি। গাড়িটি কে বা কাহারা পুড়িয়ে ফেলেছে,ক্ষতিপূরণ বাবৎ কোন কিছু আমি বলতে পারব না, কতৃপক্ষ বলবে, আমি তাদেরকে জানাব।

ওসমানীনগর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝