Dhaka, Friday | 9 May 2025
         
English Edition
   
Epaper | Friday | 9 May 2025 | English
সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন: চীনা রাষ্ট্রদূত
জুলাই অভ্যুত্থানের ছাত্র-জনতা বিভক্ত, দ্বিধান্বিত: মাহফুজ আলম
ক্ষণজন্মা রফিকুল বারী চৌধুরী—বাংলাদেশের চলচ্চিত্রের এক অনন্য নক্ষত্র
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ
শিরোনাম:

সরিষাবাড়ীতে দু’টি ইট ভাটায় তিন লাখ টাকা জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:৫৭ পিএম  (ভিজিটর : ১৯)

জামালপুরের বৈধ কাগজপত্র না থাকায় সরিষাবাড়ী উপজেলায় ৮ মে (বৃহস্পতিবার) দুপুরে ভ্রাম্যমান আদালত দু’টি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল সূত্রে জানান সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ভাই ভাই ব্রিকস ও পৌগলদিঘার আবির ব্রিক্সের বৈধ কোন কাগজপত্র না থাকায় আইনগত দিক বিবেচনা করে তাদেরকে জরিমানা করা হয়।

তিনি আরো বলেন ২০১৩ সালের ইট প্রস্তুত ও বাতাস স্থাপন আইনের ১৫(২) ও  ৫(২) ধারা লঙ্ঘনের অপরাধে কাঁসারুল পাডা এলাকার ভাই ভাই ব্রিকসকে ২ লাখ, এবং পুগলদীঘার তারাকান্দি এলাকার আবির ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানার নির্দেশ প্রদান  করেন বলে জানান।

এ বিষয়ে ভাই ভাই ব্রিক্স এর স্বত্বাধিকারী আলতাফ হোসেন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় আদালত আমাকে দুই লাখ টাকা জরিমানা করেছে। আমি তাৎক্ষণিক দুই লাখ টাকা পরিশোধ করে দিয়েছি।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারি পরিচালক  একে এম সামিউল আলম কুরসি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র না থাকায় দুইটি ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝