ঢাকায় কর্মরত হবিগঞ্জের লাখাই উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল— ‘ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরাম’। সংগঠনটিতে সাংবাদিক আমিন ইকবালকে আহ্বায়ক ও শিপার মাহমুদকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভা শেষে সংগঠনটির এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর ও নেক্সাস টেলিভিশনের উপস্থাপক আমিন ইকবালকে আহ্বায়ক এবং খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদকে সদস্যসচিব করা হয়েছে। আহ্বায়ক কমিটি সবার সঙ্গে যোগাযোগ ও আলোচনা-পর্যালোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সংগঠনের আহ্বায়ক আমিন ইকবাল জানান, শেকড়ের প্রতি দায়বদ্ধতা থেকেই ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ। আমরা ঢাকায় কর্মরত লাখাই উপজেলার সাংবাদিক সমাজের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই।
সদস্যসচিব শিপার মাহমুদ বলেন, আমাদের এ প্ল্যাটফর্ম লাখাইয়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। পাশাপাশি ঢাকায় কর্মরত লাখাই উপজেলার অন্যান্য পেশার লোকদের কল্যাণেও কাজ করবে এ সংগঠন।
উল্লেখ্য, কমিটির আহ্বায়ক আমিন ইকবাল বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক এবং শিল্প-সাহিত্যবিষয়ক প্রতিষ্ঠান ‘সৃজন’-এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশ ও আমাদের সময় ডটকমে সহসম্পাদক পদে দীর্ঘদিন কাজ করেছেন। মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক ছিলেন প্রায় এক দশক।
অন্যদিকে সংগঠনটির সদস্যসচিব শিপার মাহমুদ মাসিক সাময়িকী ‘রূপান্তর’- এর সম্পাদক ও সামাজিক সংগঠন রূপান্তর বাংলাদেশের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার, দৈনিক উত্তরা নিউজের মফস্বল বিভাগে সহসম্পাদক এবং অগ্রযাত্রা পত্রিকার বার্তা প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
এফপি/এমআই