Dhaka, Sunday | 27 April 2025
         
English Edition
   
Epaper | Sunday | 27 April 2025 | English
কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা
আসিফ নজরুলের বাসভবনে ড্রোন, নিরাপত্তা জোরদার
ফেসবুকে ঘোষণা দিয়ে পাঠাগার থেকে শত শত বই লুট
ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
শিরোনাম:

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

প্রকাশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১:০৬ পিএম  (ভিজিটর : ১৪)

বায়ুদূষণের কারণে রোবাবর (২৭ এপ্রিল) ঢাকা শহরের বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার বাতাসের স্কোর সকাল সাড়ে ৭টায় ১০২ রেকর্ড করা হয়েছে। এই স্কোরটি এমনকি শহরের সাধারণ জনগণের জন্যও স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করতে পারে। বিশেষত শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।

আইকিউএয়ারের হিসাব অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বে ১২৫টি শহরের মধ্যে ১৩ নম্বরে রয়েছে। দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই স্কোর ২২২। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৯৯ স্কোর), তৃতীয় স্থানে নেপালের কাঠমান্ডু (১৯২), এবং বাহরাইন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের তিনটি শহর যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে।

আইকিউএয়ার-এর স্কোর অনুযায়ী, ৫০ এর নিচে বায়ু মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ এর মধ্যে তা ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, বিশেষত সংবেদনশীল গোষ্ঠীর জন্য। আর ১৫১ থেকে ২০০ স্কোরের মধ্যে বায়ু ধরা হয় ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত।

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকার বায়ু দূষণের পেছনে রয়েছে যানবাহনের অতিরিক্ত ধোঁয়া, নির্মাণকাজের ধুলো এবং পরিবেশবান্ধব প্রকল্পের অভাব। ফলে, ঢাকাবাসীকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আজকের বায়ু দূষণের এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আরও শঙ্কা প্রকাশ করছেন, যদি বৃষ্টিপাত বা কোনো প্রাকৃতিক পরিবর্তন না ঘটে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝