চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা গ্রামে পিতা-পুত্রকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৬ টার সময় পাথিলা গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাথিলা গ্রামের দবির উদ্দিন শেখের ছেলে সাইদুর রহমান (৬৮) এবং তার ছেলে জনি ( ৩৪)।
সাইদুর রহমান বলেন, আমি গরু কেনার জন্য গত সোমবার ব্যাংক থেকে ১ লক্ষ ৬২ হাজার টাকা উত্তোলন করি। টাকাটা আমার বাড়িতেই ছিল। মঙ্গলবার সকাল ৬ টার দিকে একই গ্রামের মিনাল শেখের ছেলে হাসমত (৩৫), আবুল হোসেনের ছেলে বাচ্চু (৩৮), মহাশেখ এর ছেলে কোরবান (৪৫), মইজুদ্দিনের ছেলে রাজ্জাক (৫৫), রাজ্জাকের ছেলে আসরা (৩৮) এবং মহসিন এর ছেলে মিনাল (৫৫) আমাকে ঘুম থেকে তুলে টাকা দিতে বলে। আমি টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে দেশীয় হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।
আমার আত্মচিৎকার শুনে আমার ছেলে বেরিয়ে এসে আমাকে রক্ষা করতে আসলে তারা আমার ছেলেকেও আঘাত করে। এরপর তারা আমার কাছে থাকা নগদ ১ লক্ষ ৬২ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আত্মীয়স্বজনরা এসে আমাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
অভিযুক্ত আশরাফুল ইসলাম জানান, টাকা ছিনতাই ও স্বর্ণালংকার লুটের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। গত সোমবার (৫ এপ্রিল) সাগর, জনি এবং হাসমতের সাথে মহেশপুর স্কুল মাঠে একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। পরবর্তীতে তারা বিষয়টি নিয়ে বিচারের জন্য আমার কাছে আসে। আমি এ বিষয়ে কথা বলতে গেলে জনি সাইদুরসহ তার নিকট আত্মীয়রা আমার উপর হামলা করে।
পরবর্তীতে আজ মঙ্গলবার (০৬ মে) সকালে আমাদের লোকজন সাইদুরের কাছে বিষয়টি জানাতে গেলে হাতাহাতির সৃষ্টি হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, এ ঘটনায় জীবননগর থানায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এফপি/রাজ