সিলেটের ওসমানীনগরে কৃষকদের বোরো ধান কেটে দিলো আনসার ও ভিডিপির সদস্যরা। কৃষকদের কষ্ট লাগবে এ উদ্যোগ জানান বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৬ মে) সকালে ওসমানীনগর উপজেলার কালাশারা হাওরে ফসলী মাঠে ইউনিয়ন আনসার পাল্টুন কমান্ডার আংগুর মিয়া ও সহ কমান্ডার সাজ্জাদ হোসেন, এবং ইউনিয়ন দলনেতা শসাংক সরাসরি এ কাজের নেতৃত্ব দেন। এ সময় ধান কাটতে সহযোগিতা করেন আনসার ও ভিডিপির ৮ জন সদস্য।
ইউনিয়ন সহকারী পাল্টুন কমান্ডার সাজ্জাদ হোসেন জানান, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। যেখানে আমাদের খাবারের প্রধান উৎস ধান এবং যার সিংহভাগ উৎপাদিত হয় বোরো মৌসুমে। বর্তমান সময়ে শ্রমিকের মজুরি বৃদ্ধি ও শ্রমিক সংকটের কারণে যখন চাষিরা ধান কাটতে দিশেহারা তখন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সরাসরি নির্দেশনায় সিলেট জেলার ওসমানী নগর উপজেলার কালাসারা হাওরে প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা।
এদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ সহযোগিতা পেয়ে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় কৃষকরা।
এফপি/রাজ