শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সদর ও পাইকুড়া বাজারে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বিক্রি এবং মূল্য তালিকা না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দোকান মালিককে দুই হাজার টাকা অর্থদণ্ড সহ অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আমগুলো ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার ৬ মে বিকেলে এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল।
জানা যায়, গেলো বেশ কিছুদিন যাবৎ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম এনে ঝিনাইগাতী সদর ও পাইকুড়া বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে উচ্চমূল্যে বিক্রি করে অধিক মুনাফা করছে ব্যবসায়ীরা। যা স্বাস্থ্যের জন্যে মারাত্মক হুমকি ও ক্ষতিকর।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল সরেজমিনে তদন্তে গিয়ে এর সত্যতা পান। সেই প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধি মোতাবেক দুই ব্যবসায়ীকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদণ্ডসহ অপরিপক্ক আমগুলো ধ্বংস করা হয়। এসময় বাজারের ইজারাদার, থানা পুলিশ ও বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সামান্য অর্থদণ্ডের মাধ্যমে প্রাথমিকভাবে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম বিক্রেতাদের সতর্ক করা হলো। ভবিষ্যতে এমন কাজের সাথে লিপ্ত থাকলে জনস্বার্থে ও জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বড় দণ্ড প্রদান করা হবে। এছাড়া এধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এফপি/রাজ