সিলেটের ওসমানীনগরে অর্ধলক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য চোরাচালানকালে ২ জনকে আটক করেছে থানা-পুলিশ।
রবিবার দিবাগত রাতে ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম ও আশিষ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার শেরপুর টোল প্লাজার সামন থেকে ভারতীয় অবৈধ শাড়ী,লেহেঙ্গা,কসমেটিকসসহ একটি ট্রাক আটক করে। এসময় ৬১ লাখ ৯৭হাজার ৫০০টাকার মালামাল জব্দ করা হয়। চোরাকারবারীদের সাথে থাকা একটি প্রাইভেট কারে কয়েকজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার পাগলা গ্রামের আব্দুল কাদির হাওলাদারের ছেলে ট্রাক চালক মোঃ রুকন মিয়া (৪২) ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার মনিরকান্দি গ্রামের মঈন উদ্দিনের ছেলে ট্রাক হেলপার মনজু মিয়া (২৮)। এ ঘটনায় গতকাল সোমবার ওসমানীনগর থানার এসআই আশিষ তালুকদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে চোরাচালানের সময় ২ জনকে আটক করা হয়েছে।
এফপি/রাজ